বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আস্সালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।আমরা যারা Windows 8, Windows 8.1 অথবা Windows 10 ব্যবহার করি, কখনো না কখনো এই ধরনের একটা সমস্যায় পড়ি। কম্পিউটার চালু অথবা বন্ধ করতে গেলে নিচের মত Your Windows license will expire soon নামের একটি ম্যাসেজ আসে। অনেক সময় Windows একটিভ থাকার পরও এই ম্যাসেজটা আসার ফলে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়।
আজকের টিউটোরিয়ালে দেখাব কোন সেটিংসে না গিয়ে শুধুমাত্র ছোট একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। যারা এই সমস্যায় পড়ছেন তারা এটা সমাধানের জন্য নিচের লিঙ্ক থেকে প্রখমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে কম্পিউটারে যদি নেট কানেকশন দেওয়া থাকে তাহলে প্রথমে নেট ডিসকানেক্ট করে এন্টিভাইরাস ডিজেবল করে রাখবেন কাজটি শেষ হওয়া পর্যন্ত।
১. ডাউনলোড করা ফাইলটিকে Extract করে নিন। তারপর Extract করা ফোল্ডারের মধ্যে নিচের মত AAct_x32 ও AAct_x64 নামের দুইটি ফাইল পাবেন। ফাইল দু'টি Portable তাই ইনষ্টল করার ঝামেলা নাই। আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী যে ফাইলটা দরকার সেই ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করে নিচের ছবির মত Run as administrator এ ক্লিক করে চালু করুন। আমার কম্পিউটার 32-bit তাই আমি AAct_x32 এ ক্লিক করলাম।
২. নিচের মত আসবে, Windows Activation এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন।
৩. যদি কোন কনফার্মেশন ম্যাসেজ আসে তাহলে Yes এ ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে নিচের মত Product activated successfully লেখা আসবে। এবার এটা কেটে দিয়ে কম্পিউটারটিকে একবার রিস্টার্ট দিয়ে নিন।
আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।



