Welcome To Rongdhonu Gallery

Micromax Q440 Or Q440+ Frp Reset & Tool DL Image Fail! Solution With Miracle Box v2.58 Cracked

বিসমিল্লাহির রাহমানির রাহীম।


আস্সালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? বিভিন্ন কারনে আমরা আমাদের ব্যবহৃত Micromax Q440 অথবা Micromax Q440+ ফোনটি রিসেট দিয়ে থাকি। রিসেট দেওয়ার পর যখন ফোনটি চালু করতে যাই তখন ফোন রিসেট দেওয়ার আগে থেকে যদি এই ফোনে গুগোল একাউন্ট লগিন করা থাকে তাহলে  গুগোল একাউন্ট এবং পাসওয়ার্ড চায়। যদি  গুগোল একাউন্ট ও পাসওয়ার্ড জানা থাকে তাহলে তো ভালো আর যদি জানা না থাকে তাহলে কম্পিউটারের সাহায্যে কিভাবে সেটা রিমুভ করবেন সেটা আজকের দেখাবো। 
 
তার জন্য Miracle Box v2.58 Cracked সফটওয়্যার প্রয়োজন। যাদের লাগবে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। এটা Portable তাই ইনস্টল করার কোন ঝামেলা নেই।

ডাউনলোড লিঙ্ক: Google Drive / Mega Drive

 ০১। ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Extract করে নিন। তারপর Extract করা ফোল্ডারে প্রবেশ করে নিচের চিত্রের মত Miracle Box_Cracked 2.58 ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন।
 
 
০২। সফটওয়্যারটি চালু হয়ে যাবে। এবার নিচের চিত্রে দেখানো ReadInfo সিলেক্ট করে Start Button এ ক্লিক করুন।
 

০৩। এবার আপনার Micromax Q440 অথবা Micromax Q440+ মোবাইলের ব্যাটারী খুলে আবার লাগিয়ে নিন। মোবাইল চালু না করে বন্ধ অবস্থায় মোবাইলের সাইডের ভলিয়ম আপ (Vol +) বাটন চেপে ধরে USB ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। অটোমেটিক USB ড্রাইভার ইনস্টল হয়ে কিছুক্ষনের মধ্যে নিচের মত আপনার মোবাইলের তথ্য দেখতে পাবেন।
 

০৪। এবার নিচের চিত্রের মত  Unlock/Fix মেনুতে ক্লিক করে Clear Setting/Frp সিলেক্ট করে Start Button এ ক্লিক করে মোবাইল বন্ধ অবস্থায় মোবাইলের ভলিয়ম আপ (Vol +) বাটন চেপে ধরে USB ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
 

০৫। নিচের মত একটি মেসেজ আসবে, No - তে ক্লিক করুন।
 

০৬। কিছুক্ষনের মধ্যে নিচের মত দেখতে পাবেন। তার মানে আপনার গুগোল একাউন্টটি রিমুভ হয়ে গেছে।
 
 
০৭। এবার USB ক্যাবল খুলে নিয়ে মোবাইলটি চালু করুন। যদি মোবাইল চালু না হয়ে নিচের মত Tool DL Image Fail! লেখা আসে তাহলে মোবাইলের ব্যাটারী খুলে আবার লাগিয়ে নিন। মোবাইল চালু করবেন না।

 
০৮। এখন নিচের চিত্রের মত Extra মেনু থেকে Fix DL Mode সিলেক্ট করে Start Button এ ক্লিক করে মোবাইল বন্ধ অবস্থায় মোবাইলের ভলিয়ম আপ (Vol +) বাটন চেপে ধরে USB ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
 

০৯। কিছুক্ষনের মধ্যে নিচের চিত্রের মত আসবে। তার মানে সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন USB ক্যাবল খুলে মোবাইল চালু করুন।
 

আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
Share This