Welcome To Rongdhonu Gallery

ফ্রিতে ডাউনলোড করুন Miracle Box v2.58 ক্র্যাক ভার্সন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা যারা মোবাইলের সফটওয়্যারের কাজ করে থাকি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে। বিভিন্ন ব্রান্ডের মোবাইলের প্যাটার্ন লক, গুগোল একউন্ট লক, এমআই একাউন্ট লক আনলক করতে হলে আমি জানি বিভিন্ন ধরনের  সফটওয়্যার ও ডঙ্গল বা বক্সের প্রয়োজন হয়। কিন্তু কিছু কিছু সফটওয়্যার বক্স ছাড়া শুধুমাত্র ক্র্যাক ব্যবহার করে অনেক কাজ করা যায়। আজকের এই টিউটোরিয়ালটি  Miracle Box v2.58 Cracked নিয়ে। এটা দিয়ে কোন ধরনের বক্স ছাড়া শুধুমাত্র ক্র্যাকের মাধ্যমে আপনার প্রয়োজনীয় অনেক কাজ সমাধান করতে পারবেন। যাদের প্রয়োজন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক: Google Drive / Mega Drive

ডাউনলোড করা হয়ে গেলে জিপ ফাইলের ভিতরে পাসওয়ার্ড  দেওয়া আছে, ফাইলটিকে Extract করে নিন। সফটওয়্যারটি Portable তাই ইন্সটল করার কোন ঝামেলা নাই। Extract করা ফোল্ডারে প্রবেশ করে নিচের ছবির মত Miracle Box_Cracked 2.58 ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। কোন কনফার্মেশন ডায়লগ বক্স আসলে Yes এ ক্লিক করুন।


নিচের মত আসবে, Try লেখায় ক্লিক করুন।


এখন নিচের মত  সফটওয়্যারটি চালু হয়ে যাবে।


এখন আপনার প্রয়োজনীয় সফটওয়্যারের কাজটি এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
Share This