Welcome To Rongdhonu Gallery

Itel it5260 নরমাল কীপেড মোবাইলের সিকিউরিটি লক ভুলে গেছেন? কম্পিউটারের সাহায্যে এক মিনিটে বের করুন লক কোড কোন ধরনের বক্স ছাড়া।

 বিসমিল্লাহির রাহমানির রাহীম।

আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে Itel it5260 মডেলের নরমাল কীপেড মোবাইলের সিকিউরিটি লক ভুলে গেলে কিভাবে সেটা বের করতে হয়। আর এটা বের করতে হলে কম্পিউটার ও Miracle Box v2.58 ক্র্যাক  সফটওয়্যার এর প্রয়োজন হবে। যাদের কম্পিউটার আছে এবং Itel it5260 মডেলের সিকিউরিটি লক কোড বের করতে চান তারা প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড হয়ে গেলে প্রথমে সফটওয়্যারটি চালু করুন। নিচের মত আসবে, লাল দাগ দেওয়া SPD লেখায় ক্লিক করে Readinfo সিলেক্ট করুন। তারপর Choose type থেকে SPD6600L/RT/WT6226/6531 সিলেক্ট করে নিচে Start Button লেখায় ক্লিক করুন। তারপর মোবাইলের ব্যাটারী খুলে আবার লাগিয়ে নিন, মোবাইল চালু করবেন না। এখন মোবাইল বন্ধ অবস্থাতেই মোবাইলের মেনু বোতাম চেপে ধরে ইউএসবি ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। 


মোবাইল সঠিকভাবে কানেক্ট হলে কিছুক্ষনের মধ্যে নিচের মত দেখতে পাবেন। এখানে বামপাশে লাল দাগের ভিতরে কয়েকটি Unlock Code দেখতে পাবেন। এখন ইউএসবি ক্যাবলটি খুলে নিয়ে মোবাইল অন করে এখানে যে কোডগুলো আসবে, প্রথম থেকে একটা একটা কোড দিয়ে চেষ্টা করুন। আমি যে মোবাইলের কোড বের করেছি সেটা একেবারে নিচের কোড ছিল। মনে রাখবেন, আপনি উপর থেকে নিচ পর্য ন্ত চেষ্টা করবেন। যে কোন একটা আপনার মোবাইলের সাথে মিলে যাবে।


আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
Share This