বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আস্সালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের টিউটোরিয়ালের মুল বিষয় হচ্ছে কিভাবে আপনারা সৌদি আরবের ভিসা অনলাইনে চেক করবেন। আপনারা অনেক টাকা পয়সা খরছ করে বিদেশ যাওয়ার জন্য ভিসা নেন। আমি সেইসব ভাইদের বলব, যারা সৌদি আরব যাবেন তারা যেন ভিসাটা একবার অনলাইনে চেক করে নেন আপনাদের ভিসাটা সঠিক আছে কি না। আপনারা ভিসাটা চেক করতে হলে স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সৌদি আরবের ভিসা চেক করবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে স্মার্টফোন দিয়েও করতে পারবেন।
প্রথমে একটি ব্রাউজার চালু করে এড্রেস বক্সে https://enjazit.com.sa লিখে এন্টার চাপুন অথবা এখানে ক্লিক করুন । দেখবেন সাইটি চালু হয়ে নিচের মত আরবি ভাষার একটি উইন্ডো আসবে, লাল দাগ চিহ্নিত (×) জায়গায় ক্লিক করুন উইন্ডোটি চলে যাবে।
এখন দেখবেন নিচের মত সাইটটি চালু হয়েছে। সাইটটিতে ডিফল্টভাবে আরবি ভাষা সিলেক্ট করা আছে, আপনারা উপরের বামপাশের কোনায় English লেখার উপর ক্লিক করুন।
English লেখার উপর ক্লিক করলে নিচের মত আবার একটি উইন্ডো আসবে, লাল দাগ চিহ্নিত (×) জায়গায় ক্লিক করুন উইন্ডোটি চলে যাবে।
এখন মুল সাইটিটি চালু হয়ে গেছে। একটটু নিচে নামলে নিচের মত ভিসা চেক করার অপশনটি পেয়ে যাবেন। এখানে Application Number এর বক্সে ভিসায় যে নাম্বার দেওয়া আছে সেটা দিবেন, Passport Number এর বক্সে পাসপোর্ট নাম্বার দিয়ে Captcha বক্সের পাশের নাম্বারগুলো সঠিকভাবে লিখে নিচে Search এ ক্লিক করুন।
যদি আপনার ভিসা সঠিক হয়ে থাকে তাহলে নিচের মত আপনার ছবি সহ ভিসার সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন।
নিচের ছবিটি লক্ষ্য করুন। এটা পাসপোর্টে লাগানো সৌদি আরবের ভিসা। লাল দাগ চিহ্নিত নাম্বারটি হচ্ছে Application Number। আপনার Application Number টাও আপনার ভিসার মধ্যে পেয়ে যাবেন। আর পাসপোর্টের নাম্বার তো পাসপোর্টেই আছে।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই কামনায় বিদায়... আল্লাহ হাফেজ।




