বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আস্সালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কোন ধরনের ডঙ্গল বা বক্স ছাড়া শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে Huawei Honor 8S (KSA LX9) মডেলের মোবাইলের গুগোল একাউন্ট (FRP) কিভাবে রিমুভ করা যায়। তার জন্য SP Flash Tool ও FRP Remove File সফটওয়্যার লাগবে। যাদের প্রয়োজন নিচের লিঙ্ক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড জিপ ফাইল: Google Drive / Mega Drive
ডাউনলোড হয়ে গেলে জিপ ফাইলটি Extract করে SP_Flash_Tool_v5.1824_Win ফোল্ডারে প্রবেশ করে flash_tool টিতে ডাবল ক্লিক করুন। নিচের মত চালু হয়ে যাবে।
০১। প্রথমে নিচের লাল দাগ চিহ্নিত Download-Agent বক্সের choose এ ক্লিক করে Extract করা ফোল্ডার থেকে DA ফোল্ডারে প্রবেশ করে MTK_AllInOne_DA.bin ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
০২। এখন নিচের লাল দাগ চিহ্নিত Scatter-loading File বক্সের choose এ ক্লিক করে SCATTER ফোল্ডারে প্রবেশ করে Android_scatter_Fastboot ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
০৩। নিচের লাল দাগ চিহ্নিত Authentication File বক্সের choose এ ক্লিক করে AUTH ফোল্ডারে প্রবেশ করে auth_sv5.auth ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
০৪। এখন লাল দাগ চিহ্নিত Format মেনু থেকে Manual Format Flash সিলেক্ট করে Start এ ক্লিক করুন।
০৫। আগে স্ক্রু
ড্রাইভারের সাহায্যে মোবাইলটি খুলে রাখবেন। এখন মোবাইলের পাওয়ার অফ করে নিচের ছবিতে
দেখানো পয়েন্ট দুটি স্ক্র ড্রাইভার বা অন্য কোন ধাতব বস্তু দিয়ে চেপে ধরে
(EDL মোডে) USB ক্যাবলের মাধ্যমে
কম্পিউটারের সাথে মোবাইলটি কানেক্ট করুন।
০৬। যদি সঠিকভাবে এই কাজটি সম্পন্ন করেন তাহলে ৫/৬ সেকেন্ডের মধ্যে নিচের মত Format Ok লেখা আসবে। এখন USB ক্যাবল খুলে নিয়ে মোবাইলটি চালু করুন।
দেখুন কত সহজে গুগোল একাউন্ট (FRP) রিমুভ হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন- সেই কামনায় বিদায়... আল্লাহ হাফেজ।







