বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কম্পিউটার দিয়ে Youtube থেকে কোন কিছু ডাউনলোড করতে হলে Internet Download Manager অথবা অন্য কোন ডাউনলোডার সফটওয়্যারের প্রয়োজন হয়। আবার যদি কোন চ্যানেলের Playlist এর সকল ভিডিও আমরা যেকোন রেজুলেশন সিলেক্ট করে Internet Download Manager ডাউনলোড করি তাহলে ডাউনলোড শেষে দেখা যায় ভিডিওগুলো চলে কিন্তু সাউন্ড আসেনা। আজকের টিউটোরিয়ালে দেখব কীভাবে কোন ঝামেলা ছাড়াই Youtube চ্যানেলের Playlist এর সকল ভিডিও যেকোন রেজুলেশনে ভিডিও অথবা এমপিথ্রী ডাউনলোড করা যায়। তার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যাদের প্রয়োজন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক: Google Drive । Mega Dive
ডাউনলোড
হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল পাবেন, একটি ByClickDownloader-Setup ফাইল ও অন্যটি Crack ফোল্ডার। প্রথমে ByClickDownloader-Setup ফাইলটি অন্যান্য সফটওয়্যারের মত পিসিতে ইনষ্টল করুন। ইনষ্টল শেষে নিচের মত আসবে, Close লেখায় ক্লিক করুন।
এবার সফটওয়্যারটিকে ফুল ভার্সন করব। তার জন্য Extract করা ফোল্ডারের ভিতরের Crack ফোল্ডারে প্রবেশ করে Configuration ফাইলটি কপি করে ডেস্কটপ থেকে By Click Downloader আইকনের উপর মাউসের রাইট ক্লিক করে Open file location এ গিয়ে পেষ্ট করে দিন। যদি নিচের মত আসে তাহলে Replace the file in the destination এ ক্লিক করুন।
ব্যস সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে গেছে। এখন Youtube এর যে চ্যানেলের Playlist এর ভিডিওি ডাউনলোড করতে চান সেই Playlist এর লিঙ্কটি কপি করে By Click Downloader আইকনটিতে ডাবল ক্লিক করে চালু করুন। নিচের মত আসবে, Paste Url এ ক্লিক করে লিঙ্কটি পেষ্ট করে দিন, ভিডিওগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।
উপরের চিত্রের ১ম Choose Folder থেকে কোথায় ডাউনলোড হবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ২য় Choose Format থেকে আপনি ভিডিও না কি অডিও ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন এবং ৩য় Choose Quality থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারবেন।


