Welcome To Rongdhonu Gallery

KMO-MOBILE-TOOL v1.2.0 Latest Frp Bypass Oppo Vivo Xiaomi Huawei Realme

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বর্তমান সময়ে আমাদের ব্যবহৃত Oppo, Realme, Vivo, Xiaomi, Huawei লেটেষ্ট ফোনগুলো কোন কারনে Pattern লক ভুলে গেলে আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। তখন ফোনটি আনলক করতে হলে কম্পিউটারের প্রয়োজন হয়। কারন পুরনো ফোনগুলো কম্পিউটার ছাড়া হাত দিয়ে Reset দেওয়া দেওয়া গেলেও বর্তমান লেটেষ্ট ফোনগুলোর চুরি ঠেকাতে নিরাপত্তা জোরদার করার কারণে কম্পিউটার ছাড়া Reset দেওয়া যায় না। ফলে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে সেটি আনলক করতে হলে ৪০০/৫০০ টাকা বিল গুনতে হয়। আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে যে কোন কম্পিউটারের মাধ্যমে আপনার লক হওয়া মোবাইলটি খুব অল্প সময়ে সহজেই আনলক করবেন।
 
তার জন্য একটি সফটওয়্যার এর প্রয়োজন পড়বে। যাদের প্রয়োজন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
 
ডাউনলোড লিঙ্ক: Google DriveMega Drive 
 
ডাউনলোড হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে তিনটি ফাইল পাবেন, KMO-MOBILE-TOOL-1.2.0-Installer ফাইলটিতে ডাবল ক্লিক করে অন্যান্য সফটওয়্যারের মত ইনষ্টল করুন। ইনষ্টল শেষ হলে নিচের মত আসবে,  লাল দাগ দেওয়া Launch KMO-MOBILE-TOOL এর  বামপাশের বক্সে ক্লিক করে ঠিক চিহ্ন উঠিয়ে দিয়ে নিচে Finish এ ক্লিক করুন।

 
এখন ডেক্সটপে KMO-MOBILE-TOOL নামের একটি সফটওয়্যারের আইকন দেখতে পাবেন তার উপর মাউসের রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। নিচের মত আসবে, Compatibility এ ক্লিক করুন।


নিচের মত আসবে, ১নং Run this program in compatibility mode for: ও ২নং Run this program as an administrator এর বামপাশের বক্সে ঠিক চিহ্ন দিয়ে ৩নং Apply এ ক্লিক করে OK ক্লিক করুন, ব্যস কাজ শেষ।


যখন সফটওয়্যারটির কাজ করবেন তখন কম্পিউটারের All Program থেকে অথবা সরাসরি ডেস্কটপ থেকে  KMO-MOBILE-TOOL আইকনটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন। নিচের মত আসবে, আপনার ফোনটি Qualcomm সিপিইউ নাকি MTK সিপিইউ সেটা সিলেক্ট করুন তাহলে সফটওয়্যারটি চালু হয়ে যাবে।

 
আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
Share This