Welcome To Rongdhonu Gallery

পেনড্রাইভ/মেমোরী কার্ডে Write Protection চালু করে যেকোন পিসিতে ফাইল শেয়ার করুন ভাইরাস আক্রান্ত হওয়ার ভয় ছাড়া এবং পেনড্রাইভ/মেমোরী কার্ডে Write Protection চালু ও বন্ধ করুন সহজ উপায়ে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম।


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। বন্ধুরা, আমাদের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে, আমার কাছে পেনড্রাইভ আছে কিন্তু পরিচিত কোন ব্যক্তি বা বন্ধুর কাছে পেনড্রাইভ নেই। সে চাইছে আমার পেনড্রাইভের মাধ্যমে আমার কাছ থেকে কোন ফাইল, সফটওয়্যার অথবা গেইম তার কম্পিউটারে নিতে। যদি তার কম্পিউটারে ভাইরাস থাকে তাহলে পেনড্রাইভে থাকা ফাইলগুলো নষ্ট করে দিতে পারে তাই আমি চাচ্ছি আমার পেনড্রাইভের মধ্যে যা যা আছে সবকিছু সে দেখতে পারবে এবং কপি করতে পারবে কিন্তু পেনড্রাইভের মধ্যে সে কোন কিছু রাখতে পারবে না এবং পেনড্রাইভটি ফরম্যাটও করতে পারবে না। এতে করে তার কম্পিউটারে ক্ষতিকর ভাইরাস থাকলেও পেনড্রাইভে ঢুকতে পারবে না। এই জিনিসটা কি করে করবেন? চলুন আজকের টিউটোরিয়ালে এই বিষয় নিয়ে কথা বলব। এই ট্রিকসটি পেনড্রাইভ ও মেমোরী কার্ড দুটোতেই কাজে আসবে।
 
Write Protection  চালু করার নিয়ম:
০১। প্রথমে কম্পিউটারের সার্চবারে cmd টাইপ করুন। নিচে Command Prompt লেখা আসবে, তার উপর মাউসের রাইট ক্লিক করে Run as administrator দিয়ে চালু করুন। কোন ম্যাসেজ আসলে Yes এ ক্লিক করুন।
 
 
০২। নিচের মত আসবে, লাল দাগ চিহ্নিত জায়গায় diskpart লিখে কীবোর্ডের এন্টার চাপুন।
 
 
০৩।  নিচের মত আসবে, লাল দাগ চিহ্নিত জায়গায় list disk লিখে কীবোর্ডের এন্টার চাপুন।
 
 
০৪। নিচের মত লিষ্ট আসবে, এখানে আপনার পিসিতে যতটা হার্ডডিস্ক লাগানো থাকবে তার লিষ্ট দেখাবে। আমার পিসিতে 1TB দুইটি হার্ডডিস্ক লাগানো আছে, যার কারনে Disk 0 এবং Disk 1 এ 931 GB করে দেখাচ্ছে এবং  8GB একটি পেনড্রাইভ লাগানো আছে, যেটা Disk 2 তে 7712 MB দেখাচ্ছে। আপনার পেনড্রাইভ/মেমোরী কার্ডের সাইজ দেখে আপনি পরবর্তী ধাপে যাবেন। এখানে নিচের লাল দাগ চিহ্নিত জায়গায় আপনার পেনড্রাইভ/মেমোরী কার্ডটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার পেনড্রাইভটি  8GB এবং সেটার প্রথমে Disk 2 দেখাচ্ছে (হলুদ দাগ চিহ্নিত) তাই আমি নিচে লাল দাগ চিহ্নিত জায়গায় select disk 2 লিখে কীবোর্ডের এন্টার চাপলাম।
 
 
০৫। দেখুন আমার পেনড্রাইভটি সিলেক্ট হয়ে গেছে, যার কারনে লাল দাগের উপরের লাইনে Disk 2 is now the selected disk লেখা দেখাচ্ছে।  এখন পেনড্রাইভে Write Protection চালু করব। তার জন্য নিচের লাল দাগ দেওয়া জায়গায় attributes disk set readonly লিখে কীবোর্ডের এন্টার চাপুন।
 

০৬। পেনড্রাইভে Write Protection চালু হয়ে হয়ে গেছে, তাই নিচের লাল দাগ চিহ্নে Disk attributes set successfully দেখাচ্ছে। এখন এই পেনড্রাইভটি যে কোন কম্পিউটারে ঢুকিয়ে পেনড্রাইভের ফাইলগুলো কম্পিউটারে নেওয়া যাবে কিন্তু কম্পিউটার থেকে কোন ফাইল পেনড্রাইভে আসবে না এমনকি পেনড্রাইভটি ফরম্যাটও হবেনা। 
 
 
Write Protection  বন্ধ করার নিয়ম:
এখন দেখব কিভাবে Write Protection বন্ধ করা যায়। অনেক সময় দেখা যায় যে, অনেক পেনড্রাইভ ও মেমোরীকার্ডে অটোমেটিক Write Protection চালু হয়ে যায়। নিচের নিয়ম ফলো করলে সেটা বন্ধ করতে পারবেন।
 
০১। প্রথমে কম্পিউটারের সার্চবারে cmd টাইপ করুন। নিচে Command Prompt লেখা আসবে, তার উপর মাউসের রাইট ক্লিক করে Run as administrator দিয়ে চালু করুন। কোন ম্যাসেজ আসলে Yes এ ক্লিক করুন।
 
 
০২। নিচের মত আসবে, লাল দাগ চিহ্নিত জায়গায় diskpart লিখে কীবোর্ডের এন্টার চাপুন।
 
 
০৩।  নিচের মত আসবে, লাল দাগ চিহ্নিত জায়গায় list disk লিখে কীবোর্ডের এন্টার চাপুন।
 
 
০৪। নিচের মত লিষ্ট আসবে, এখানে আপনার পিসিতে যতটা হার্ডডিস্ক লাগানো থাকবে তার লিষ্ট দেখাবে। আমার পিসিতে 1TB দুইটি হার্ডডিস্ক লাগানো আছে, যার কারনে Disk 0 এবং Disk 1 এ 931 GB করে দেখাচ্ছে এবং  8GB একটি পেনড্রাইভ লাগানো আছে, যেটা Disk 2 তে 7712 MB দেখাচ্ছে। আপনার পেনড্রাইভ/মেমোরী কার্ডের সাইজ দেখে আপনি পরবর্তী ধাপে যাবেন। এখানে নিচের লাল দাগ চিহ্নিত জায়গায় আপনার পেনড্রাইভ/মেমোরী কার্ডটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার পেনড্রাইভটি  8GB এবং সেটার প্রথমে Disk 2 দেখাচ্ছে (হলুদ দাগ চিহ্নিত) তাই আমি নিচে লাল দাগ চিহ্নিত জায়গায় select disk 2 লিখে কীবোর্ডের এন্টার চাপলাম।
 
 
০৫। দেখুন আমার পেনড্রাইভটি সিলেক্ট হয়ে গেছে, যার কারনে লাল দাগের উপরের লাইনে Disk 2 is now the selected disk লেখা দেখাচ্ছে।  এখন পেনড্রাইভের Write Protection বন্ধ করব। তার জন্য নিচের লাল দাগ দেওয়া জায়গায় attributes disk clear readonly লিখে কীবোর্ডের এন্টার চাপুন।
 

০৬। পেনড্রাইভে Write Protection বন্ধ হয়ে হয়ে গেছে, তাই নিচের লাল দাগ চিহ্নে Disk attributes cleared  successfully দেখাচ্ছে।
 

আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
Share This