আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। তবে আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। কম্পিউটার চলতে চলতে এক সময় দেখা যায় পিসি স্লো হয়ে যায় অথবা কোন কারনে উইন্ডোজের কোন ফাইল নষ্ট হয়ে গেলে কম্পিউটারে কাজ করতে আমাদের অনেক সমস্যা হয়। আবার নতুন করে উইন্ডোজ সেটাপ দিয়ে প্রয়োজনীয় সব ড্রাইভার ও সফটওয়্র্যার ইন্সটল দেওয়াটাও অনেক ঝামেলা ও সময়ের ব্যাপার।
কেমন হয় যদি একবার উইন্ডোজ সেটাপ দিয়ে প্রয়োজনীয় সব ড্রাইভার ও সফটওয়্র্যার ইন্সটল করে কম্পিউটারের সম্পূর্ণ ‘C’ ড্রাইভ ব্যাকআপ করে নেই? যাতে পরবর্তীতে কোন কারনে ইউন্ডোজ সেটাপ দেওয়ার প্রয়োজন মনে হলে আর নতুন করে উইন্ডোজ সেটাপ না দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে শুধুমাত্র ব্যাকআপ ফাইলটিকে ‘Restore’ করে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। তাতে ঝামেলাও কমবে আবার সময়ও বাঁচবে। তাঁর জন্য আমাদের প্রয়োজন একটি পেনড্রাইভ ও ‘USB Boot Norton Ghost’ নামের একটি সফটওয়্যার। সফটওয়্যারটি সাইজ মাত্র ৩ এমবি। যাদের লাগবে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড
হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ভিতরে Format USB ও Usb Boot Norton Ghost নামের দুইটি ফোল্ডার পাবেন।
কিভাবে পেনড্রাইভ বুটেবল করবেন?
০১। প্রথমে পেনড্রাইভটি পিসিতে লাগিয়ে নিন। এবার Format USB ফোল্ডারে প্রবেশ করে Format USB ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করে Run as administrator দিয়ে ফাইলটি চালু করুন। নিচের মত আসবে, Device মেনু থেকে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করুন। Volume Label এর নিচের বক্সে Usb Boot লিখে Format Device ও Create a DOS startup disk এর পাশের বক্সে ঠিক চিহ্ন দিয়ে এখন using DOS System file located at: এর নিচের বক্সের থ্রী ডটে ক্লিক করুন।
০২। নিচের মত আসবে, ডাউনলোড করা USB Boot Norton Ghost ফোল্ডারটিতে প্রবেশ করে Boot ফোল্ডারটি সিলেক্ট করে OK ক্লিক করুন।
০৩। নিচের মত আসবে, Start এ ক্লিক করুন।
০৪। নিচের মত আসবে, Yes এ ক্লিক করুন।
০৫। কিছুক্ষনের মধ্যে নিচের মত আসবে, OK ক্লিক করে সফটওয়্যারটি বন্ধ করে দিন।
০৬। এবার ডাউনলোড করা USB Boot Norton Ghost ফোল্ডারে প্রবেশ করে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভের মধ্যে পেষ্ট করুন। তারপর পেনড্রাইভ থেকে Boot ফোল্ডারটি Delete করে দিন। ব্যাস, পেনড্রাইভটি বুটেবল হয়ে গেছে।
উইন্ডোজের Image ফাইল Backup করার নিয়ম:
০১। প্রথমে পেনড্রাইভটি কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটারের বায়োসে গিয়ে 1st boot device পেনড্রাইভ সিলেক্ট করে পিসি চালু করুন। কিছুক্ষনের মধ্যে নিচের মত Norton Ghost এর হোমপেজ আসবে। হোমপেজে মেসেজটি’র উপর OK বাটনে ক্লিক করুন।
০২। এখানে Local > Partition > To Image এ ক্লিক করুন।
০৩। নিচের মত আসবে, হার্ডডিস্কটি সিলেক্ট করে OK ক্লিক করুন।
০৪। এখানে আপনার কম্পিউটারের হার্ডডিস্কের সব ড্রাইভ দেখাবে। C ড্রাইভ (যে ড্রাইভে উইন্ডোজ দেওয়া আছে) সিলেক্ট করে OK ক্লিক করুন।
০৫। এখন নিচের মত একটি বক্স আসবে। File name এর ঘরে Image ফাইলটি সেভ করার জন্য যেকোন একটা নাম দিন এবং Look-in থেকে কোথায় সেভ করবেন লোকেশন সিলেক্ট করে Save এ ক্লিক করুন।
০৬। এখন নিচের মত Compress Image file? নামের বক্সে আপনাকে No, Fast, High তিনটা অপশন দেখাবে। No দিলে Image ফাইলটি Compress হবে না তবে সময় কম লাগবে। যদি Fast দেন তাহলে Image টি Compress হবে এবং এর সাইজ কমে যাবে, তবে সময় একটু বেশি লাগবে। আর যদি High দেন তাহলে Image টি খুব বেশি Compress হয়ে সাইজ আরো কমবে এবং সময় আরো বেশি লাগবে। আমি No দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য।
০৭। নিচের মত সতর্ক ম্যাসেজ Yes/No আসবে, আপনি Yes দিন।
০৮। এখন নিচের মত Image ফাইল তৈরি হওয়া শুরু করবে। Statistics এ কতটুকু Copy হল, কতটুকু বাকি আছে, Time কত চলে গেছে, কত সময় বাকি আছে, কাজের Percentage সব দেখাবে। কাজটি শেষ হতে সময় দিন।
০৯। Image ফাইল তৈরি শেষ হলে নিচের মত Complete মেসেজ আসবে। Continue বাটনে ক্লিক করুন। আপনার Image ফাইল তৈরি করা শেষ। এখন পিসি Restart দিন।
এখন উইন্ডোজে কোন সমস্যা দেখা দিলে আপনাকে আর নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে না। শুধুমাত্র তৈরি করা Image ফাইলটাকে Restore করুন।
উইন্ডোজের Image ফাইল Restor করার নিয়ম:
০১। প্রথমে পেনড্রাইভটি কম্পিউটারের সাথে কানেক্ট করে কম্পিউটারের বায়োসে গিয়ে 1st boot device পেনড্রাইভ সিলেক্ট করে পিসি চালু করুন। কিছুক্ষনের মধ্যে নিচের মত Norton Ghost এর হোমপেজ আসবে। হোমপেজে মেসেজটি’র উপর OK বাটনে ক্লিক করুন।
০২। Image ফাইলকে Restor করার জন্য Local>Partition> From Image এ ক্লিক করুন।
০৩। এখন Look in থেকে Image ফাইলটি কোথায় রাখা আছে সেটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন। যদি উক্ত ফোল্ডারের মধ্যে Image
ফাইলটি না দেখায় তাহলে নিচের Files of type এর বক্সে *.GHO লেখার পাশের
এরো চিহ্নর উপর ক্লিক করে Scan for images সিলেক্ট করুন তাহলে পেয়ে যাবেন।
০৪। এখানে Source Partition সিলেক্ট করে OK ক্লিক করুন।
০৫। এখানে আপনার হার্ডডিস্ক সিলেক্ট করে OK ক্লিক করুন।
০৬। কোন ড্রাইভে Image ফাইলটি Restor করবেন সেই ড্রাইভটি সিলেক্ট করে OK ক্লিক করুন। আমি C ড্রাইভে করছি (যে ড্রাইভে Windows থাকে)।
০৭। নিচের মত সতর্ক ম্যাসেজ Yes/No আসবে আপনি Yes এ ক্লিক করুন।
০৮। নিচের মত Image ফাইলটি Restor হওয়া শুরু হবে। এখান Statistics এ কতটুকু Copy হল, কতটুকু বাকি আছে, Time কত চলে গেছে, কত বাকি আছে, কাজের Percentage সব দেখাবে। কাজটি শেষ হতে সময় দিন।
০৯। Image ফাইল Restor শেষে Complete মেসেজ আসবে। Continue দিন। তাহলে আপনার Image ফাইল Restor করা শেষ হবে। এবার পিসি Restart দিয়ে ব্যবহার করতে থাকুন।




















