Welcome To Rongdhonu Gallery

Windows এর সিডিকে ISO ফাইল বানিয়ে বুটেবল পেনড্রাইভ তৈরি ও ডিভিডিতে Burn করুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। তবে আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
 

কম্পিউটারে  Windows সেটাপ দিতে হলে প্রথমে Windows এর বুটেবল পেনড্রাইভ বা ডিভিডি ডিস্কের প্রয়োজন হয়। আবার যদি কম্পিউটারের ডিভিডি রমে সমস্যা থাকে অথবা কোন কোন কম্পিউটারে ডিভিডি রম না থাকে তখন Windows এর বুটেবল পেনড্রাইভই একমাত্র ভরসা। একবার পেনড্রাইভ বুটেবল করে রাখলে অনেক দিন  যাবৎ এই পেনড্রাইভ দিয়ে খুব সহজে Windows সেটাপ দেওয়া যায়। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে Windows এর ডিভিডি ডিস্ক থেকে কিভাবে বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন এবং একটি Windows এর বুটেবল ডিভিডি ডিস্ক থেকে আরও বুটেবল ডিভিডি ডিস্ক তৈরি করবেন।
 
পেনড্রাইভ বুটেবল অথবা Windows এর ফাইল ডিভিডিতে Burn করতে হলে আগে Windows এর ফাইলগুলোকে ISO ফাইল তৈরি করে নিতে হয়। কারন ISO ফাইল তৈরি না করে সরাসরি ফাইলগুলো পেনড্রাইভে কপি অথবা ডিভিডিতে Burn করলে কাজ হয়না। আপনি যদি Windows এর কোন সিডিকে ISO ফাইল হিসেবে তৈরি করতে চান তাহলে প্রথমে নিচের লিঙ্ক থেকে MagicISO নামের সফটওয়ারটি ডাউনলোড করুন।
 
ডাউনলোড লিঙ্ক: Google DriveMega Dive
 
ডাউনলোড হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে Setup_MagicISO নামের ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে সিরিয়াল কি দেওয়া আছে, ফুল ভার্সন করে নিন।
 
সিডি/ডিভিডি থেকে ISO ফাইল তৈরি করার নিয়ম: 
০১। প্রথমে আপনি যে সিডির ফাইল ISO করতে চান সেই সিডিটি কম্পিউটারের সিডি রমে প্রবেশ করান। এবার MagicISO সফটওয়্যারটি চালু করুন। চালু করলে নিচের ছবির মত আসবে, সেখানে লাল গোল দাগ দেওয়া  Make Cd image file from CDROM আইকনটিতে ক্লিক করুন। 

 
০২। নিচের ছবির মত একটি বক্স আসবে। এখানে উপরের  Source CD/DVD-ROM এর ঘরে আপনার সিডি রমটি সিলেক্ট করুন। Output File এর ঘরে আপনার ISO ফাইলটি তৈরি হয়ে কোথায় সেইভ হবে লোকেশন দেখিয়ে দিন এবং Output format এর ঘরটিতে Standard ISO image file.(ISO) সিলেক্ট করুন। সবশেষে এবার OK ক্লিক করুন।

 
০৩। নিচের ছবির মত ISO ফাইল তৈরি হওয়া শুরু করবে। একটু অপেক্ষা করুন, কিছুক্ষনের মধ্যে দেখবেন আপনার ISO ফাইলটি তৈরি হয়ে যাবে।
 

কম্পিউটারে থাকা যেকোন ফাইলকে ISO ফাইল হিসেবে তৈরি করার নিয়ম:
আপনি যদি কোন সিডি/ডিভিডি ছাড়া আপনার কম্পিউটারের কোন ফাইলকে ISO ফাইল হিসেবে তৈরি করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
 
০১। প্রথমে MagicISO সফটওয়্যারটি চালু করুন, নিচের ছবির মত একটি বক্স আসবে। এখানে আপনার কম্পিউটারের সকল ড্রাইভ শো করবে। এখান থেকে আপনি কোন ফাইলটি ISO ফাইল হিসেবে তৈরি করতে চান, ১ নং ঘর থেকে সেই ফাইলটি সিলেক্ট করে ২নং ঘরের নিচে ছোট করে লাল দাগ দেওয়া Add files to the current image file আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সিলেক্ট করা ফাইলটি ৩নং ঘরে চলে যাবে। এখন ৪নং ঘরের লাল দাগ দেওয়া Save as আইকনটিতে ক্লিক করুন।
 
 
০২। নিচের ছবির মত আসবে। আপনার তৈরি করা ISO ফাইলটি কোথায় সেইভ করবেন লোকেশন দেখিয়ে দিন। File name: এর ঘরে আপনার ISO ফাইলের নাম লিখুন এবং Format: এর ঘরে Standard ISO Image সিলেক্ট করে Save এ ক্লিক করুন।
 
 
০৩। নিচের ছবির মত ISO ফাইল তৈরি হওয়া শুরু করবে। একটু অপেক্ষা করুন, কিছুক্ষনের মধ্যে দেখবেন আপনার ISO ফাইলটি তৈরি হয়ে যাবে।
 
 
এতক্ষন আমরা দেখলাম কিভাবে কোন সিডি বা কম্পিউটারে থাকা কোন ফাইলকে ISO ফাইল তৈরি করা যায়। এখন দেখব ISO ফাইল দিয়ে কিভাবে বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন এবং উইন্ডোজের বুটেবল ডিভিডি ডিস্ক তৈরি করবেন। তার জন্য নিচের লিঙ্ক থেকে মাত্র ৪ এমবির Power ISO সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
 
ডাউনলোড লিঙ্ক: Google DriveMega Drive
 
ডাউনলোড হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে PowerISO7 নামের ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে Text ফাইলের মধ্যে  User name ও Registration code দেওয়া আছে, ফুল ভার্সন করে নিন।
 
Windows এর ISO ফাইল দিয়ে পেনড্রাইভ বুটেবল করার নিয়ম:
০১। প্রথমে ৮ জিবি পেনড্রাইভ কম্পিউটারের সাথে কানেক্ট করুন (বেশি হলে সমস্যা নেই)। তারপর যেখানে আপনার ISO ফাইল রাখা আছে সেখানে গিয়ে ISO ফাইলটির উপর মাউসের রাইট ক্লিক করে নিচের  মত PowerISO থেকে Open with PowerISO লেখায় ক্লিক করুন।
 

০২। দেখুন, নিচের ছবির মত Bootable Image লেখা আসছে। তার মানে আমাদের তৈরি করা ISO ফাইলটি বুটেবল হয়ে গেছে।
 

০৩। এখন নিচের ছবির মত Tool মেনু থেকে Create bootable USB drive... এ ক্লিক করুন।
 

০৪। নিচের ছবির মত ওয়ার্নিং ম্যাসেজ আসবে, OK ক্লিক করুন। যদি আবার কোন ওয়ার্নিং ম্যাসেজ আসে, YES এ ক্লিক করুন।


০৫। ১নং ঘরে আপনার ISO ফাইলটি সিলেক্ট করে দিন। ২নং ঘরে যদি আপনার কম্পিউটারে একাদিক পেনড্রাইভ লাগানো থাকে তাহলে কোনটি বুটেবল করবেন সেটা সিলেক্ট করে ৩নং ঘরে USB - HDD সিলেক্ট করুন। এবং সবশেষে নিচের ৪নং ঘরের Start এ ক্লিক করুন। ওয়ার্নিং ম্যাসেজ আসবে, OK ক্লিক করুন।
 

০৬। নিচের মত পেনড্রাইভটি বুটেবল হওয়া শুরু করবে। কাজ শেষ হতে একটু সময় লাগবে, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বুটেবল শেষ হলে সাকসেসফুল ম্যাসেজ আসবে।
 

Windows এর ISO ফাইলকে ডিভিডিতে Burn  করার নিয়ম:
০১। প্রথমে দোকান থেকে একটি ব্ল্যাঙ্ক ডিভিডি ডিস্ক কিনে এনে আপনার কম্পিউটারের ডিভিডি রমে প্রবেশ করান। তারপর ISO ফাইলটির উপর মাউসের রাইট ক্লিক করে নিচের  মত PowerISO থেকে Open with PowerISO লেখায় ক্লিক করুন।
 
 
০২। নিচের ছবির মত Bootable Image লেখা আসছে। তার মানে আমাদের ISO ফাইলটি ডিভিডিতে Burn করার জন্য রেডি। এখন Burn লেখায় ক্লিক করুন।
 

০৩।  নিচের মত আসবে, আপনার কম্পিউটারে যদি একাদিক ডিভিডি ড্রাইভ লাগানো থাকে তাহলে ব্ল্যাঙ্ক ডিভিডি ডিস্কটি কোন ড্রাইভে প্রবেশ করিয়েছেন তা Burning drive: থেকে সিলেক্ট করে দিন। তারপর Verify written data এর পাশের বক্সে ক্লিক করে নিচের Burn এ ক্লিক করুন। ISO ফাইলটি ডিভিডিতে Burn হওয়া শুরু করবে, একটু অপেক্ষা করুন।
 
  ০৪। Burn হওয়া শেষ হলে ডিস্কটিতে কোন সমস্যা আছে কি না সেটা Verify করবে। একটু অপেক্ষা করুন, ডিস্কে কোন সমস্যা না থাকলে Verify শেষ হয়ে গেলে ডিভিডি ডিস্কটি অটোমেটিক কম্পিউটার বেরিয়ে আসবে। ব্যাস কাজ শেষ।
Share This