Welcome To Rongdhonu Gallery

কম্পিউটার ছাড়া Vivo Y11 মোবাইলের Frp (গুগোল একাউন্ট) রিমুভ করুন সহজ নিয়মে!


কোন কারনে আমাদের Vivo Y11 মোবাইলের প্যাটার্ন বা পিন আনলক কোড যদি ভুলে যাই তাহলে সেটি আনলক করতে হলে মোবাইলটিকে ফরম্যাট দেওয়া ছাড়া আর কোন উপায় থাকেনা। যদি মোবাইলে আগে থেকে গুগোল একাউন্ট লগিন করা থাকে এবং পাসওয়ার্ড মনে না থাকে তাহলে মোবাইল ফরম্যাট দেওয়ার পর গুগোল একাউন্ট রিমুভ করতে অনেকটা ঝামেলা পোহাতে হয়। তাছাড়া গুগোল একাউন্ট রিমোভ না করা পর্যন্ত সেটটি চালু করা সম্ভব হয়না। আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে খুব সহজে Vivo Y11 মোবাইলের Frp (গুগোল একাউন্ট) রিমুভ করা যায়।
 
যারা Vivo Y11 মোবাইলের প্যাটার্ন বা পিন আনলক করতে পারছেন না অথবা মোবাইল Hard Reset দিতে পারছেন না তারা নিচের টিউটোরিয়ালটি দেখুন।
 
 
Vivo Y11 মোবাইলের Frp (গুগোল একাউন্ট) রিমুভ করার নিয়ম:
০১। Vivo Y11 মোবাইলটি ফরম্যাট দেওয়ার পর সেটির পাওয়ার অন করে প্রথমে Setup your phone এ ক্লিক করে ভাষা সিলেক্ট করে Next এ ক্লিক করে দেশ সিলেক্ট করে আবার Next এ ক্লিক করুন।
 
০২। Set network নামের অপশন আসবে, এখান থেকে Wifi কানেক্ট করে Wifi নেটওয়ার্কের উপর ক্লিক করে  Use static IP অন করে নিচের IP address লেখায় ক্লিক করুন।
 
০৩। IP address নামের একটি বক্স আসবে, এখানে যে কোন সংখ্যা টাইপ করে সেগুলো সিলেক্ট করুন তাহলে উপরে Cut, Copy, Web search লেখা আসবে। Web search এ ক্লিক করুন, ইন্টারনেট ব্রাউজার চালু হবে।
 
০৪। এখন সার্চবারে  QuickShortcut Maker 2.4.0 লিখে সার্চ দিয়ে সেটি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে QuickShortcut Maker টি চালু করুন।
 
০৫। মোবাইলের সকল এপসের লিষ্ট সো করবে, নিচে থেকে Settings খুঁজে বের করে তাতে ক্লিক করুন। Settings নামের আরও অপশন আসবে, ২নং Settings এ ক্লিক করে Try লেখা বক্সে ক্লিক করুন তাহলে মোবাইলের Settings অপশন চালু হবে।

০৬। এখন  Fingerprint, face and password অপশনে ক্লিক করে Screen lock থেকে Pattern এ ক্লিক করে একটি প্যাটার্ন সেট করুন। প্যাটার্নটি মনে রাখবেন কারন এটা পরে কাজে লাগবে। এখন ব্যাক বাটনে ক্লিক করে পুনরায় হোম স্ক্রীনে ফিরে আসুন।

০৭। এখন আবার Setup your phone এ ক্লিক করে ভাষা সিলেক্ট করে Next এ ক্লিক করে দেশ সিলেক্ট করে আবার Next এ ক্লিক করুন। Set network অপশন আসবে, Next এ ক্লিক করুন।

০৮। Bring your data from... নামের অপশন আসবে, বামপাশের নিচের কোনায় DONT COPY লেখাতে ক্লিক করুন। প্যাটার্ন লকের অপশন আসবে, যে প্যাটার্নটি সেট করেছিলেন সেটি দিন।

০৯। Sign in নামের অপশন আসবে, নিচে বামপাশের কোনায় Skip লেখা দেখাবে, Skip এ ক্লিক করুন। Skip account setup? নামের বক্স আসবে আসবে, আবার Skip এ ক্লিক করুন।

১০। Accounts & Sync নামের অপশন আসবে, নিচে Skip this step এ ক্লিক করুন।

১১। Fingerprint, face and password অপশন আসবে, উপরে ডানপাশের কোনায় Skip লেখায় ক্লিক করুন।

১২। Select services নামের অপশন আসবে, Next এ ক্লিক করুন।

১৩। Import data নামের অপশন আসবে, উপরে ডানপাশের কোনায় Skip লেখায় ক্লিক করুন।

১৪। Essential Tools নামের অপশন আসবে, উপরে ডানপাশের কোনায় Skip লেখায় ক্লিক করুন।

১৫। Congratulation! ম্যাসেজ আসবে, Use Now তে ক্লিক করুন। ব্যাস এখন আপনার মোবাইলের  Frp (গুগোল একাউন্ট) রিমুভ হয়ে মোবাইলটি চালু হয়ে গেছে।

এখন QuickShortcut Maker সফটওয়্যারটি আনইন্সটল করে দিন। চাইলে যে প্যাটার্ন লকটি সেট করেছিলেন সেটি বদলাতে পারেন অথবা বন্ধ করতে পারবেন।
Share This