যাদের Vivo y11 মোবাইলের Pattern Lock ভুলে গেছেন অথবা কোন কারনে লকটি আর খুলতে পারছেন না তখন মোবাইলটি Hard Reset দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। আমরা জানি, মোবাইলের Volume Up + Power বাটন প্রেস করে কম্পিউটার ছাড়া হাত দিয়ে Hard Reset দেওয়া যায়। কিন্তু দুঃথখর বিষয় হচ্ছে, Vivo y11 মডেলের মোবাইলটি Unlock বা Hard Reset করতে গেলে উপরের নিয়মটি কাজ করে না, ফলে একান্ত বাধ্য হয়েই আমাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের দুকানে অথবা যারা মোবাইলের সফটওয়্যারের কাজ করে তাদের কাছে যেতে হয়। এবং কাজটি করানোর বিনিময়ে তাদেরকে ৪০০/৫০০ টাকা দিতে হয়। যদি আপনার কম্পিউটার থাকে এবং সফটওয়্যার সম্পর্কে সামান্য ধারনা থাকে তাহলে আজকের এই টিউটোরিয়ালটি ভালো করে পড়লে আপনি নিজেই এর সমাধান করতে পারবেন।
আবার অনেক সময় দেখা যায়, মোবাইল লক অবস্থায় কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে আনলক করানোর জন্য। মোবাইলের লক খুলতে হলে মোবাইলের মডেল জানার প্রয়োজন হয়। অনেক কাস্টমার আছে, তাদেরকে মোবাইলের মডেল জিজ্ঞেস করলে তারা তাদের ব্যবহৃত মোবাইলের মডেল বলতে পারেন না, এমনকি Vivo y11 মোবাইলের বডিতে মডেলটি লেখা থাকে না। নিচের ধাপগুলো লক্ষ্য করলে মোবাইলের মডেল বের করা থেকে শুরু করে মোবাইল আনলক ও Frp রিমুভ করতে পারবেন।
কিভাবে Vivo y11 মোবাইলের মডেল বের করবেন?
মোবাইল লক অবস্থায় স্ক্রীনের নিচে Camera আইকনে আঙ্গুল দিয়ে ধরে উপরের দিকে টান দিন, তাহলে ক্যামেরা চালু হবে। এবার একটি ছবি তুলে উপরের ডানপাশে থ্রীডট মেনু থেকে Details এ গিয়ে মডেল চেক করুন। এখানে সরাসরি মোবাইলের মডেল দেখাবে না, তার পরিবর্তে 1906 লেখা থাকবে। এখন 1906 দ্বারা কিভাবে বুঝবেন এই মোবাইলের মডেল কত? চিন্তার কোন কারণ নেই। আপনি শুধু গুগোলে গিয়ে Vivo 1906 লিখে সার্চ দিন তাহলে মোবাইলের মডেল পেয়ে যাবেন।
আনলক করতে যা লাগবে:
Vivo y11 মোবাইল Format/Unlock করতে হলে কম্পিউটারের জন্য Vivo y11 মোবাইলের Adb USB ড্রাইভার ও MRT v3.19 নামের একটি সফটওয়্যার লাগবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। MRT v3.19 সম্পূর্ণ ক্র্যাক তাই বক্সের প্রয়োজন হবে না।
ডাউনলোড লিঙ্ক Adb: Google Drive । Mega Drive
ডাউনলোড লিঙ্ক MRT: Google Drive । Mega Drive
কিভাবে Format/Unlock করবেন?
০১। প্রথমে Adb USB ড্রাইভারটি কম্পিউটারে ইন্সটল করে নিন। তারপর মোবাইলটির পেছন সাইড খুলে ব্যাটারী কানেক্টরটি খুলে আলাদা করে নিচের চিত্রে লাল দাগ চিহ্নিত পয়েন্ট দুটি স্ক্রু ডাইভার বা ধাতব কোন বস্তু দিয়ে শর্ট করে ধরে রেখে USB ক্যাবলের মাধ্যমে EDL মোডে কম্পিউটারের সাথে কানেক্ট করে স্ক্রু ড্রাইভার বা ধাতব বস্তুটি সরিয়ে নিন।
০২। মোবাইটি EDL মোডে কানেক্ট হয়েছে কি না বুঝার জন্য কম্পিউটারের Device Manager এ যান। যদি নিচের মত Qualcomm HS-USB QDLoader 9008 (COM) লেখা আসে তাহলে আপনার মোবাইলটি EDL মোডে কানেক্ট হয়েছে। যদি এই রকম না আসে তাহলে আবার পয়েন্ট দুটি শর্ট করে EDL মোডে কানেক্ট করার চেষ্টা করুন।
০৩। এখন MRT v3.19 সফটওয়্যারটি চালু করুন। নিচের চিত্রের মত আসবে। প্রথমে VIVO অপশন থেকে Mobile options এর নিচে Model এ ক্লিক করে Y93 Y95 V11 U1 সিলেক্ট করুন। তারপর Operation options থেকে Format(Unlock) সিলেক্ট করে নিচের START বাটনে ক্লিক করুন। কাজ শুরু হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করুন।
০৪। উপরের ছবির বামপাশের নিচের মত all is done!!! লেখা আসলে আপনার মোবাইল ফরম্যাট হয়ে গিয়েছে। এবার মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে ব্যাটারী কানেক্টরটি লাগিয়ে পাওয়ার অন করুন। তারপর সাভাবিকভাবে অন্য মোবাইলের মত পরবর্তী সেটিংসগুলো ঠিক করে নিন। ব্যাস মোবাইলটি আনলক হয়ে গিয়েছে।
যদি মোবাইলে আগে থেকে গুগোল একাউন্ট লগিন করা থাকে তাহলে মোবাইল ফরম্যাট দেওয়ার পর গুগোল একাউন্ট রিমুভ করতে হবে। কারন গুগোল একাউন্ট রিমোভ না করা পর্যন্ত সেটটি চালু করা সম্ভব হবেনা। যারা Vivo Y11 মোবাইলের Frp (গুগোল একাউন্ট) রিমুভ করতে পারছেন না না তারা নিচের টিউটোরিয়ালটি দেখুন।



