ফটোগ্রাফী করতে প্রথমে যেটি দরকার হয়, তা হচ্ছে একটি ক্যামেরা। ক্যামেরা কিনার সময় আমরা অনেকেই ক্যামেরাটা নতুন কি না তা নিয়ে দ্বিধাদন্দে ভুগি। বাংলাদেশে অসাধুভাবে সব কিছু হয় বলে সন্দেহটা মাথায় এসে যায়। পুরাতন ক্যামেরা রিপিয়ার করে নতুন বলে চালিয়ে দিচ্ছে না তো? অথবা রিপিয়ার ক্যামেরা বাইরে থেকে কিনে আমাদেরকে গছিয়ে দিচ্ছে না তো? এই রকম অসংখ্য চিন্তা মাথায় ঘোরপাক খায়। আজকের টিউটোরিয়ালে আপনার প্রিয় ক্যামেরাটা নতুন কি না সেটা চেক করার নিয়ম জানব।
গাড়িতে যেভাবে মাইল মিটার নামের একটি মিটার দেওয়া থাকে যাতে যে কেউ থাকালে বুঝতে পারে গাড়িটি কতটুকু দৌড়ানো হয়েছে। ঠিক তেমনি ক্যামেরার বডিতেও এক ধরনের মিটার দেওয়া আছে, যাকে Shutter Count বলে। যতবার সাটার টিপে ছবি তোলা হয় ততবার ক্যামেরা সাটারটিকে কাউন্টিং (গণনা) করে ফেলে। একটি সাধারণ মানের ক্যামেরা দিয়ে ৫০ থেকে ৬০ হাজার ছবি কোন ধরনের সমস্যা ছাড়াই তোলা যায়। মধ্যম মানের ক্যামেরা এক লাখ এবং প্রপেশনাল ক্যামেরা দুই লাখ থেকে চার লাখ ছবি কোন সমস্যা ছাড়াই তোলা যায়। এখন জানব প্রিয় ক্যামেরাটা নতুন না পুরাতন, অথবা সেকেন্ডহ্যান্ড হলে সেটা কতটা ব্যবহার হয়েছে, Shutter Count অথবা শেষ তোলা ছবিটি আপনার ক্যামেরার কততম ছবি। তার জন্য নিচের লিঙ্ক থেকে Canon Shutter Count Checker নামের ১ এমবির সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক: Google Drive। Mega Drive
কিভাবে Shutter Count জানবেন বা চেক করবেন?
ডাউনলোড হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। সফটওয়্যারটি Portable তাই ইন্সটলের ঝামেলা নাই। এখন ক্যামেরাটি অন করে USB ক্যাবলের সাহায্যে কম্পিউটারে কানেক্ট করে শুধুমাত্র Extract করা ফোল্ডারের মধ্যে থেকে EOSinfo নামের ফাইলটিতে ডাবল ক্লিক করে চালু করুন।
উপরের ছবির মত আপনার ক্যামেরার Serial Number, Shutter Count , Firmware ভার্সন ও Battery চার্জ কতটুকু আছে সবকিছু দেখতে পারবেন। Shutter Count এর বক্সে পেয়ে যাবেন ক্যামেরাটিতে মোট কতটা ছবি তোলা হয়েছে তার হিসাব।

