আজকের টিউটোরিয়াল হচ্ছে Blogger সাইটের Count সেবা নিয়ে। Blogger সাইটের Count সেবাটি হচ্ছে, যাতে এডমিন বুঝতে পারে তার ওয়েবসাইটে প্রতিদিন কতজন ভিজিট করছে তার গণনা করা। আপনি নিজেও যদি কোন কারনে আপনার ব্লগে লগইন থাকা অবস্থায় ব্লগটি ওয়েবসাইট আকারে দেখতে ভিজিট করেন তাহলে ঐ ভিজিট করার কারনে এটাও Count সেবার আওতায় গণনা হয়ে যায়। ফলে আপনার বুঝতে অসুবিধা হয় যে, দৈনিক আপনার সাইটে দৈনিক কতজন ভিজিটর ভিজিট করেন। এখন আপনার সাইটে দৈনিক কতজন ভিজিট করেন তার সঠিক হিসাব জানতে হলে আগে আপনার নিজের ভিজিট Count বন্ধ করতে হবে।
কিভাবে নিজের ভিজিট Count বন্ধ করবেন?
প্রথমে আপনার Blogger এর ড্যাশবোর্ডে প্রবেশ করুন। নিচের মত আসবে, লাল দাগ দেওয়া Starts লেখাতে ক্লিক করুন। তারপর নিচের দিকে এসে আবার লাল দাগ দেওয়া Manage of your own pageviews লেখাটিতে ক্লিক করুন।
নিচের মত আসবে, লাল দাগ দেওয়া Don't track my views for this blog লেখার বামপাশের ছোট বক্সে ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন করুন।
আপনার কাজ শেষ। এখন থেকে আপনার Blogger সাইটে লগইন থাকা অবস্থায় আপনি ভিজিট করলে সেটা আর Count হবে না বা গণনা হবেনা।

