আমাদের অনেকের এনআইডি কার্ড হারিয়ে যাওয়ার কারণে নতুন করে এনআইডি কার্ড বের করার প্রয়োজন হয়। কিন্তু আমাদের কাছে তখন এনআইডি কার্ডের নাম্বার না থাকার কারনে তা বের করতে পারিনা।
আজ দেখাব কিভাবে আপনার ভোটার নাম্বার দিয়ে হারিয়ে যাওয়া এনআইডি কার্ডের নাম্বার বের করবেন।
যা প্রয়োজন হবে:
# ভোটার নাম্বার এবং জন্ম তারিখ।
# পিতা/মাতা, স্বামী/স্ত্রী বা ভাই/বোন যেকোনো একজন এর আইডি কার্ড।
এখন দেখা যাক ভোটার নাম্বার থেকে কিভাবে এনআইডি নাম্বার বের করবেন
০১। আপনার ভোটার নাম্বারের শেষের ৫টা ডিজিট আলাদা কাগজে লিখে রাখুন অথবা মুখস্থ রাখুন।
০২। আপনার হাতে থাকা এনআইডি কার্ডের শেষের ৫ ডিজিট বাদ দিয়ে আপনার ভোটার নাম্বারের শেষের ৫ ডিজিট লিখে যে নাম্বার পাবেন, এটা আপনার এনআইডি নাম্বার।
এবার আমি পেলাম
২২****১১৭৪১২১
এখন এই নাম্বার দিয়ে অনলাইনে যাচাই করে নিন এটা আপনার এনআইডি নাম্বার কি না।
যাচাই করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন।
নিচের মত আসবে, প্রথমে এনআইডি নাম্বার এ ক্লিক করুন তারপর এনআইডি এর জায়গায় নতুন পাওয়া নাম্বার বসান এবং অবশ্যই নাম্বারের আগে আপনার জন্মসাল যোগ করে দিবেন।
যেমন : ১৯৯৯২২****১১৭৪১২১
এবার জন্ম তারিখ দিয়ে নিচের ঘরে ক্যাপচা দেখে দেখে লিখুন।
এবার Submit এ ক্লিক করলে নিচের মত সব তথ্য চলে আসবে।

