Welcome To Rongdhonu Gallery

উইন্ডোজ ৮.১ এর অটোমেটিক Update বন্ধ করুন সহজ উপায়ে ।

 
ভিবিন্ন কারনে আমাদের উইন্ডোজের অটোমেটিক আপডেট বন্ধ করার প্রয়োজন হয়। যেমন কোন এলাকায় ওয়াইফাই সুবিধা না থাকলে আমরা মোবাইল ডাটা ব্যবহার করে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে থাকি। এতে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথে উইন্ডোজের অটোমেটিক আপডেট অন থাকায় গোপনে উইন্ডোজ আপডেট হতে থাকে এবং আমাদের মোবাইলের ডাটাগুলো আমাদের অজান্তে শেষ হতে থাকে। এর থেকে রেহাই পেতে হলে আমাদের অবশ্যই আগে উইন্ডোজের অটোমেটিক আপডেট বন্ধ করতে হবে।

কিভাবে উইন্ডোজের অটোমেটিক আপডেট বন্ধ করবেন?
০১। প্রথমে ডেস্কটপ থেকে This PC এর উপর মাউসের রাইট ক্লিক করে নিচে Properties এ ক্লিক করুন। 
 
 
০২। নিচের মত আসবে, লাল দাগ দেওয়া Windows Update এ ক্লিক করুন।
 

০৩। নিচের মত আসবে, লাল দাগ দেওয়া Change settings এ ক্লিক করুন।
 

০৪। নিচের মত আসবে, Important updates  লাল দাগ দেওয়া Never check for updates (not recommended) এ ক্লিক করে নিচে লাল দাগ দেওয়া OK তে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসুন।
 
 
০৫। এখন কীবোর্ড থেকে নিচের মত Windows + R একসাথে বাটন প্রেস করে Run মেনু চালু করুন।
 
 
০৬। নিচের মত Run মেনু চালু হবে, Run মেনুতে msconfig লিখে লাল দাগ দেওয়া OK তে ক্লিক করুন।
 

০৭। নিচের মত আসবে, ১নং লাল দাগ দেওয়া Services মেনু থেকে নিচের দিক থেকে ২নং লাল দাগ দেওয়া Windows Update খুঁজে বের করুন। এটার পাশে ঠিকমার্ক দেওয়া থাকবে, ক্লিক করে ঠিকমার্ক উঠিয়ে ৩নং লাল দাগ দেওয়া Apply তে ক্লিক করে ৪নং লাল দাগ দেওয়া OK ক্লিক করুন।
 

ব্যাস, উইন্ডোজের অটোমেটিক আপডেট বন্ধ হয়ে গেছে। এখন কম্পিউটারটিকে একবার Restart দিয়ে ব্যবহার করতে থাকুন।
Share This