প্রথমে লিচের লিঙ্ক থেকে মোবাইলের জন্য ApexLauncher.apk ও Remote ExpertRom.apk ফাইল দুটি ডাউনলোড করে মেমোরী কার্ডে নিয়ে মেমোরী কার্ডটি মোবাইলে লাগিয়ে নিন। তারপর লিচের লিঙ্ক থেকে পিসির জন্য SamsungFrp2020 সফটওয়্যারটি ডাউনলোড করুন। সাইজ মাত্র ১৮.৭ এমবি। ডাউনলোড হয়ে গেলে এটাকে Extract করুন। এটা Portable তাই ইন্সটল করার প্রয়োজন নেই। শুধুমাত্র SamsungFrp2020 ফাইলের উপর ডাবল ক্লিক করলে সেটা চালু হয়ে যাবে।
Download Link
SamsungFrp2020: Google Drive / Mega Drive
ApexLauncher: Google Drive / Mega Drive
Remote ExpertRom: Google Drive / Mega Drive
এফআরপি বাইপাশ করার নিয়ম:
০১। প্রথমে মোবাইলে Wi-fi কানেক্ট করে USB ক্যাবলের মাধ্যমে মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট SamsungFrp2020 সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে চালু করুন। নিচের মত ইন্টারফেস আসবে লেখার উপর ক্লিক করুন।
০২। নিচের মত একটি ওয়ার্নং আসবে ক্লিক করুন।
০৩। মোবাইলের স্কিনে লক্ষ করুন, নিচের মত একটি লেখা আসবে, ভিউ তে ক্লিক করুন। মোবাইলের ব্রাউজার চালু হয়ে যাবে। যদি ব্রাউজার আপডেট চায় তাহলে ক্যানসেল অথবা রিমাইন্ড মি লেটার এ ক্লিক করুন।
০৪। ব্রাউজারের নিচে বুকমার্কস অপশনে ক্লিক করে উপরের অপশন থেকে হিস্টোরী ক্লিক করুন। যদি সাইনইন করার ম্যাসেজ আসে, ক্যানসেল করে দিন।
০৫। এবার ডাউনলোড হিস্টোরী তে ক্লিক করে উপরের বামপাশে ডাউনলোড লেখার উপর ক্লিক করুন তাহলে (মাই ফাইলস) নামের অপশন চলে আসবে, যেখানে আপনার ফোন মেমোরী, মেমোরীকার্ড বা পেনড্রাইভ শো করবে।
০৬। এখন মেমোরীকার্ড বা পেনড্রাইভে প্রবেশ করে (যেখানে আপনি সফটওয়্যারটি রেখেছেন) ApexLauncher_3.3.3 সফটওয়্যারটি ইন্সটল করে (অপেন) এ ক্লিক করে সেটা চালু করুন।
০৭। এখন স্কিনের (মাই ফাইলস) অপশন থেকে মেমোরীকার্ড বা পেনড্রাইভে প্রবেশ করে (যেখানে আপনি সফটওয়্যারটি রেখেছেন) Remote ExpertRom.সফটওয়্যারটি ইন্সটল করে নিচের (ডান) লেখায় ক্লিক করুন।
০৮। এখন মোবাইলের (সেটিং) অপশন থেকে (Lock screen and security অপশনে ক্লিক করুন।
নিচের মত আসবে, (আদার সিকুরটি সেটিং এ ক্লিক করুন।
০৯। নিচের মত আসবে, ডিভাইস এডমিনিস্ট্রাটর এ ক্লিক করুন।
১০। নিচের মত আসবে। Find My Device এ ক্লিক করে DEACTIVATE করে দিন।
১২। Back বাটনে ক্লিক করে SETTINGS অপশন থেকে Apps এ ক্লিক করে উপরের ডানপাশে তিনটি ডট পাবেন সেখানে ক্লিক করে Show system apps এ ক্লিক করুন।
১৩। এখন এখান থেকে Google Play services খুজে বের করে সোটার উপর ক্লিক করুন।
১৪। ENABLE করা থাকবে, নিচের মত DISABLE করে দিন।
১৫। Back বাটনে এ ক্লিক করে SETTINGS এ এসে Cloud and accounts এ ক্লিক করুন।
১৬। নিচের মত আসবে, Accounts এ ক্লিক করুন।
১৭। নিচের মত আসবে, Add account এ ক্লিক করুন।
১৮। নিচের মত আসবে, Google এ ক্লিক করুন।
১৯। Sign in করার অপশন আসবে, যে কোন একটি জিমেইল একাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
২০। Sign in হয়ে গেলে স্ক্রীনে Remote 1 has stopped নামের একটি মেসেজ আসবে, Back বাটনে ক্লিক করুন।
২১। SETTINGS থেকে আবার Apps এ ক্লিক করুন। উপরে All apps এ ক্লিক করে Disabled সিলেক্ট করুন।
২২। Google Play services এ ক্লিক করে ENABLE করে দিন।
২৩। এখন মোবাইলে পাওয়ার অফ করে আবার অন করুন।
২৪। START এ ক্লিক করুন।
২৫। NEST এ ক্লিক করুন।











