কম্পিউটারে কারেন্ট সংযোগ দেওয়ার পর পিসির পাওয়ার বাটনে প্রেস না করার পরও যাদের কম্পিউটার অটোমেটিক হয়ে যায়, আজকের এই টিউটোরিয়ালটি ফলো করলে আশা করি এই সমস্যার সমাধান করতে পারবেন।
০১। প্রথমে কম্পিউটারের বায়োস সেটিংসয়ে যান। এখানে অনেকগুলো মেনু পাবেন, সেখান থেকে Power Management Setup মেনু সিলেক্ট করে কীবোর্ডে এন্টার প্রেস করুন।
০২। এখন আবার অনেকগুলো মেনু আসবে। সেখান থেকে Power On after Power Fail মেনুর ডানপাশে Power On সিলেক্ট করা থাকবে, আপনি এখানে এন্টার প্রেস করে Power Off সিলেক্ট করে সেইভ দিয়ে বেরিয়ে আসুন। দেখুন কত সহজে সমস্যাটির সমাধান হয়ে গেল।
