অনেক সময় দেখা যায় প্রিন্টারের সব কানেকশন ঠিক থাকার পরও কোন কিছু প্রিন্ট করতে গেলে Printer Offline অথবা Printer Paused লেখা আসে। তখন আমরা প্রিন্টারটি অফ অন করে আবার প্রিন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু সমস্যাটি থেকে যায়। এখন দেখন দেখব কিভাবে এটার সমাধান করতে পারি।
০১। প্রথমে কম্পিউটারের Control Panel এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে, লাল দাগ দেওয়া Devices and Printers এ ক্লিক করুন।
০২। নিচের মত প্রিন্টারের লিষ্ট আসবে। আপনার যদি একাদিক প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে যে প্রিন্টারটিতে সমস্যাটি দেখাচ্ছে, এখান থেকে সেই প্রিন্টারের সফটওয়্যারটির উপর মাউসের রাইট ক্লিক করে See what's printing লেখার উপর ক্লিক করুন। আমার HP LaserJet Professional P1102 মডেলের প্রিন্টারে এই সমস্যাটি করছে তাই আমি HP LaserJet Professional P1102 এর উপর মাউসের রাইট ক্লিক করে See what's printing এ ক্লিক করলাম।
০৩।
নিচের
মত
আসবে,
উপরে
বামপাশের কোনায়
Printer লেখার
উপর
ক্লিক
করুন
তাহলে
নিচে
আরও
অপশন
আসবে। এখান
থেকে
Pause Printing অথবা Use Printer Offline এর
পাশে
ঠিকমার্ক দেওয়া
থাকবে,
সেখানে
ক্লিক
দিয়ে
ঠিকমার্কটি উঠিয়ে
দিন।
ব্যাস
কাজ
শেষ।
এখন
প্রিন্ট করে
দেখুন
সমস্যাটির সমাধান
হয়ে
গেছে।


