Welcome To Rongdhonu Gallery

Noise Ninja Plugin For Photoshop Free Download

 ফটোসপের কাজ যারা করেন তারা নিশ্চয়ই জানেন যে, ছবিকে সুন্দর ও প্রানবন্ত করে তোলার জন্য ফটোসপে কিছু বাড়তি টুলসের প্রয়োজন হয়। যেগুলো সাধারণত ফটোসপের সাথে ডিফল্ডভাবে দেওয়া থাকেনা। আলাদাভাবে কিনে অথবা ক্র্যাক করে সেগুলো ব্যবহার করতে হয়। সে রকমই একটি টুলসের নাম হচ্ছে Noise Ninja Plugin। এটি ফটোসপে ব্যবহার করলে ছবির কাজ অনেকটা সুন্দর করা যায়। যারা আগে ব্যবহার করেন নি তারা একবার ব্যবহার করে দেখুন তাহলে নিজেই বুঝতে পারবেন।

Download Link: Google Drive / Mega Drive

১. প্রথমে জীপ ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল পাবেন, NoiseNinjaPlugin সেটাপ ফাইলটিতে ডাবল ক্লিক করে চালু করুন। নিচের মত আসবে, Accept এ ক্লিক করুন।


 ২. নিচের মত আসবে, Destination folder এর পাশে লাল দাগ দেওয়া Browse... লেখার উপর ক্লিক করে 
C:\Program Files\Adobe\Photoshop CS\Plug-Ins\Filters ফোল্ডারটি  সিলেক্ট করে Install এ ক্লিক করুন।

৩. কনফার্মেশন ম্যাসেজ আসলে Yes ক্লিক করুন এবং নিচের মত আসবে Accept এ ক্লিক করুন।

৪. নিচের মত একটি Notepad পেজ আসবে, ক্লোজ- এ ক্লিক দিয়ে বেরিয়ে আসুন। সফটওয়্যারটি সেটাপ হয়ে গেছে। এখন আমরা এটাকে ফুল ভার্সন করব।

 ৫. এখন ডাউনলোড করা keygen ফাইলটিতে ডাবল ক্লিক করে চালু করুন। নিচের মত আসবে। PRODUCTS এর ঘরে Noise Ninja v2x Plugin সিলেক্ট করে Generate এ ক্লিক করুন। NAME এর কালো বক্সের ভিতরের লেখা ও SERiAL গুলো কপি করে এটা ক্লোজ করে দিন।

৬. এখন Photoshop সফটওয়্যারটি চালু করে কীবোর্ডের  Ctrl + N বাটন প্রেস করে একটি নতুন পেজ নিন। এখন নিচের মত Filter মেনু  থেকে PictureCode এর Noise Ninja তে ক্লিক করুন।

৭. নিচের মত আসবে, Help মেনু  থেকে Install or view license... লেখার উপর ক্লিক করুন।

৮. নিচের মত আসবে, এখানে keygen ফাইল থেকে কপি করা নামটি উপরের বক্সে ও সিরিয়াল নাম্বারটি নিচের বক্সে পেষ্ট করে দিন।

৯. নিচের মত আসবে, Accept এ ক্লিক করে OK ক্লিক করুন । ব্যাস এখন এটা ফুল ভার্সন হয়ে গেছে।

Share This