ফটোসপের
কাজ যারা করেন তারা নিশ্চয়ই জানেন যে, ছবিকে সুন্দর ও প্রানবন্ত করে
তোলার জন্য ফটোসপে কিছু বাড়তি টুলসের প্রয়োজন হয়। যেগুলো সাধারণত
ফটোসপের সাথে ডিফল্ডভাবে দেওয়া থাকেনা। আলাদাভাবে কিনে অথবা ক্র্যাক করে
সেগুলো ব্যবহার করতে হয়। সে রকমই একটি টুলসের নাম হচ্ছে Noisware Professional। এটি ফটোসপে ব্যবহার করলে ছবির কাজ অনেকটা সুন্দর করা যায়। যারা
আগে ব্যবহার করেন নি তারা একবার ব্যবহার করে দেখুন তাহলে নিজেই বুঝতে
পারবেন।
১.
প্রথমে জীপ ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল পাবেন, ফাইল দুটি কপি করে কম্পিউটারের সি ড্রাইভে প্রবেশ করে C:\Program Files\Adobe\Photoshop CS\Plug-Ins ফোল্ডারে পেষ্ট করে দিন। কাজ হয়ে গেছে, এখন চালু করে মেনুর নিচে গিয়ে দেখুন Imagenomic নামের একটা অপশন দেখা যাচ্ছে।
