Welcome To Rongdhonu Gallery

একটিভ করে নিন Windows 8.1_সকল ভার্সনের জন্য।

আমরা অনেকেই জনপ্রয়ি অপারেটিং সিস্টেম Windows 8.1 ব্যবহার করে থাকি। বাংলাদেশে মূলত পাইরেট কপিই বেশি ব্যবহার করা হয়। অনেকে Windows 8.1 Activate করতে পেরেছেন এবং অনেকেই হয়তো এটা Activate করতে পারেন নি। যারা Activate করতে পারেন নি তারা নিচের লিংক থেকে Activator টি ডাউনলোড করে নিন
 

ডাউনলোড: Google Drive / Mega Dive
 
১. ডাউনলোড হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের মধ্যে Microsoft Toolkit নামের একটি ফাইল পাবেন সেটাতে ডাবল ক্লিক করে চালু করুন। নিচের ছবির মত উইন্ডো আসবে। লাল দাগ দিয়ে মার্ক করা উইন্ডোজ আইকনে ক্লিক করুন।

২.   নিচের ছবির মত উইন্ডো আসবে। লাল দাগ দিয়ে মার্ক করা Activation মেনুতে ক্লিক করুন।


 ৩. নিচের ছবির মত উইন্ডো আসবে। প্রথমে বামপাশের Activator/Tool Selection ক্যাটাগরী থেকে লাল দাগ দিয়ে মার্ক করা Install লেখার উপর ক্লিক করে তারপর ডানপাশের Activation/Licensing Function ক্যাটাগরী থেকে লাল দাগ দেওয়া Activate  লেখার উপর ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন।

 ৪. নিচের মত Product activation successful ম্যাসেজ আসবে। এখন কক্পিউটারটিকে একবার রেষ্টার্ট দিন।

৫. এখন কম্পিউটারের ডেস্কটপ থেকে This PC আইকনের উপর মাউসের রাইট ক্লিক করে Properties এ গিয়ে দেখুন নিচের ছবির মত আপনার উইন্ডোজটি একটিভ হয়ে গেছে।

 

বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিন:


Share This