Welcome To Rongdhonu Gallery

Xiaomi Redmi S2, Y2 YSL Mi Account স্থায়ীভাবে রিমুভ করুন কোন ধরনের বক্স ছাড়াই!


আমরা যারা শাওমি এম.আই মোবাইল ব্যবহার করি তারা অনেক সময় কোন কারণবশত মোবাইল হার্ড রিসেট দিলে স্ক্রীনের উপর Mi Account সো করে, যার পাসওয়ার্ড আমরা অনেকে জানিনা। তখন অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তখন আমাদের অনেকই মনে করি এই লকটি খোলতে হলে বক্সের প্রয়োজন পড়বে, সেজন্য আমরা কোন কিছু না ভেবেই টেকনিশিয়ানের কাছে গিয়ে বড় অংকের বিল পরিশোধ করে মোবাইলটি আনলক করে আনি। আজ আমি দেখাবো কিভাবে কোন ধরনের বক্স ছাড়াই শুধুমাত্র ছোট্ট দুইটি সফটওয়্যারের মাধ্যমে মোবাইলটি স্থায়ীভাবে আনলক করা যায়।

যা যা লাগবে: 

  1. Mi Adb USB Driver ডাউনলোড Google Drive / Mega Drive
  2. Unbricker ও Secret Tool ডাউনলোড Google Drive / Mega Drive

বিঃ দ্রঃ Unbricker ও Secret Tool সফটওয়্যারটির জিপ ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে 01715-539443 নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাসওয়ার্ড জেনে নিবেন। সফটওয়্যার দুটি Portable তাই ইনস্টল করার কোন ঝামেলা নাই। Extract করে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যাবে।

প্রথমে Mi Adb USB Driver টি কম্পিউটারে সেটাপ দিয়ে দিবেন। তারপর স্ক্রু ড্রাইভারের সাহায্যে মোবাইলটিকে খুলে নিয়ে ব্যাটারী কানেক্টরটি মাদারবোর্ড থেকে খুলে নিন। নিচের ছবিতে দেখানো পয়েন্ট দুটি স্ক্র ড্রাইভার বা অন্য কোন ধাতব বস্তু দিয়ে চেপে ধরে (EDL মোডে) USB ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট করুন। 

EDL মোডে কিভাবে কানেক্ট করতে হয় সেটা বুঝতে সমস্যা হলে মোবাইলের মডেল লিখে গুগল অথবা ইউটিউবে Test Point লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। 

কানেক্ট করা হয়ে গেলে Unbricker_S2-YSL সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে রান করুন। নিচের ছবিতে দেখানো Serial Port Communication থেকে মোবাইলের Qualcomm HS-USB QCLoader 9008 সিলেক্ট করে MiCloud লেখার উপর ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই মোবাইলটি আনলক সাকসেস দেখাবে। এখন মোবাইলের ব্যাটারী কানেকশনটি লাগিয়ে মোবাইলের পাওয়ার অন করুন।

কাজ এখানেই শেষ নয়, এই অবস্থায় যদি মোবাইলে Data কানেকশন অথবা Wifi কানেকশন দেওয়া হয় তাহলে আবার মোবাইলটি লক হয়ে যাবে। সেটি যাতে না হয় সেজন্য নিচের ধাপ ফলো করতে হবে।

এখন মোবাইলের Settings অপশন থেকে About phone এ গিয়ে MIUI লেখার উপর 6/7 বার ক্লিক করতে হবে তাহলে Developer options চালু হবে।

তারপর Settings অপশন থেকে Additional Settings এ গিয়ে  Developer options এ ক্লিক করে সেখান থেকে  OEM unlocking ও USB debugging অন করে দিয়ে মোবাইলটিকে ADB মোডে USB ক্যবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে Secret Tool Pro v1.2 সফটওয়্যারটি ডাবল ক্লিক করে চালু করতে হবে।

এখন উপরের ছবিতে লাল দাগ দিয়ে দেখানো 'XIAOMI RELOCK FIX' লেখার উপর ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে মোবাইলটি স্থায়ীভাবে আনলক হয়ে যাবে। এখন মোবাইলে Data অথবা Wifi কানেকশন দিলে আর মোবাইল লক হবেনা।

ধন্যবাদ।

Share This