Welcome To Rongdhonu Gallery

Photoshop, Reading Text Global Resources...Done. সমস্যার সমাধান।

আমরা যারা Photoshop এর করি তারা Photoshop এর একটি কমন সমস্যায় পড়েন নি এমন লোক পাওয়া মুশকিল। সমস্যাটি হল, মাঝে মধ্যে Photoshop সফটওয়্যারটি চালু করতে গেলে নিচের ছবির মত Reading Text Global Resources...Done.  পর্যন্ত এসে সফটওয়্যারটি আটকে যায়। Photoshop আর চালু হতে চায় না।

 

তখন আমরা কম্পিউটারকে রিষ্টার্ট দিয়ে Photoshop-টি আবার চালু করার চেষ্টা করি, কিন্তু সমস্যাটি থেকে যায়। ফলে আমরা অনেকেই তখন বাধ্য হয়ে নতুন করে উইন্ডোজ সেটাপ দিয়ে থাকি। কিন্তু উইন্ডোজ সেটাপ না দিয়ে মাত্র ২ মিনিটেই এটার সমাধান করা যায়, যেটা অনেকেই জানেন না। আজ দেখব মাত্র ২ মিনিটের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায়।

১. প্রথমে কম্পিউটারের 'Control Panel' এ গিয়ে 'Folder Options' ক্লিক করুন। নিচের মত 'Folder Options' নামের একটি বক্স আসবে। সেখানে 'View' মেনুতে গিয়ে 'Advanced settings' এর 'Show hidden files. folder. and drive' লেখাটি সিলেক্ট করে 'Ok' চাপতে হবে।

 

 ২. এখন নিচের চিত্রের মত উইন্ডোজের 'C' ড্রাইভে গিয়ে 'Users' ফোল্ডারে ডাবল ক্লিক করুন। 


৩. এখানে নিচের চিত্রের মত 'Default ও Public' ছাড়াও উইন্ডোজ সেটাপ দেওয়ার সময় কম্পিউটার ব্যবহারকারীর যে নাম দেওয়া হয়েছিল সেই নাম সহ মোট তিনটি ফোল্ডার দেখাবে। ব্যবহারকারীর নামের ফোল্ডারে ডাবল ক্লিক করুন।

 

৪. নিচের চিত্রের মত আসবে। AppData ফোল্ডারে ডাবল ক্লিক করুন।


৫. নিচের চিত্রের মত আসবে। 'Roaming' ফোল্ডারে ডাবল ক্লিক করুন।


৬. নিচের চিত্রের মত আসবে  'Adobe' ফোল্ডারে ডাবল ক্লিক করুন।


৭. নিচের চিত্রের মত আসবে  'Photoshop' ফোল্ডারে ডাবল ক্লিক করুন।


৮. নিচের চিত্রের মত আসবে  '8.0 ME' ফোল্ডারে ডাবল ক্লিক করুন।


৯. নিচের চিত্রের মত আসবে  'Adobe Photoshop CS Settings' ফোল্ডারে ডাবল ক্লিক করুন।


১০. নিচের চিত্রের মত আসবে  'New Doc Sizes' ফাইলটি ডিলিট করে ট্যাবগুলো ক্লোজ করে দিয়ে 'Photoshop' চালু করুন।

সবশেষে আবারও কম্পিউটারের 'Control Panel' এ গিয়ে 'Folder Options' ক্লিক করুন। নিচের চিত্রের মত 'Folder Options' নামের একটি বক্স আসবে। সেখানে 'View' মেনুতে গিয়ে 'Advanced settings' এর 'Don't show hidden files. folder. or drives লেখাটি সিলেক্ট করে 'Ok' ক্লিক করুন।


 বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিন।


ধন্যবাদ।

Share This