Welcome To Rongdhonu Gallery

নষ্ট (Corrupted/Write Protected) মেমোরীকার্ড/পেনড্রাইভ ঠিক করুন মাত্র ৫ মিনিটে।

আজকে আমি আপনাদেরকে নষ্ট (Corrupted / Write Protected) মেমোরী কার্ড অথবা পেনড্রাইভ ঠিক করার নিয়ম দেখাব। 
 
 
মেমোরী কার্ড বা পেনড্রাইভ নষ্ট বলতে আমরা যা বুঝি:
মেমোরী কার্ড বা পেনড্রাইভ কম্পিউটারে ডিটেক্ট করে কিন্তু অপেন হয়না। অপেন করলে বিভিন্ন ধরনের এরর ম্যাসেজ দেখায়। যেমন Card Is Corrupted/Write Protected দেখায় অথবা দেখা যায় আপনার মেমোরীকার্ড বা পেনড্রাইভটি 16 GB কিন্তু সেটার সাইজ কমে গিয়ে দেখাচ্ছে 100 MB বা 200 MB ইত্যাদি। তখন ফরম্যাট দিলেও সেটা আর ঠিক হয়না। যদি এ রকম কোন সমস্যা আপনার মেমোরীকার্ড বা পেনড্রাইভের দেখা দেয় তাহলে নিচের ট্রিক্স ফলো করলে আপনার মেমোরীকার্ড বা পেনড্রাইভটি ১০০% ঠিক করতে পারবেন।
 
১.  প্রথমে কীবোর্ডের Windows + R প্রেস করুন। নিচের মত একটি উইন্ডো আসবে। লাল দাগ দেওয়া বক্সে cmd লিখে OK ক্লিক করুন।  
 

২. নিচের মত আসবে। ইউজারের নামের পরে লাল দাগ দেওয়া জায়গায় diskpart লিখে কীবোর্ডে Enter প্রেস করুন।

৩.  নিচের মত আসবে। DISKPART> এর পরে লাল দাগ দিয়ে দেখানো জায়গায় List disk লিখে Enter প্রেস করুন।

৪. নিচের মত আসবে। এখানে কম্পিউটারের সাথে কানেক্ট করা সবগুলো Drive দেখাবে। ভালো করে খেয়াল করুন, এখানে Disk 0 Online 931 GB ড্রাইভটি হচ্ছে কম্পিউটারের হার্ডডিস্ক এবং Disk 1 Online 14 GB ড্রাইভটি মেমোরীকার্ড বা পেনড্রাইভ। আমার কম্পিউটারে একটি হার্ডডিস্ক এবং 16 GB মেমোরীকার্ড লাগানো আছে তাই Disk 1 এ 14 GB দেখাচ্ছে। মেমোরীকার্ড বা পেনড্রাইভ যত জিবি হবে Disk 1 এর জায়গায় ততটুকু দেখাবে।

(কম্পিউটারে যদি দুইটি হার্ডডিস্ক লাগানো থাকে তাহলে Disk 0 ও Disk 1 দুইটি হবে কম্পিউটারের হার্ডডিস্ক এবং Disk 2 হবে মেমোরীকার্ড বা পেনড্রাইভ)। তাই ভালোভাবে লক্ষ্য করে বাকি ধাপগুলো এগুবেন নয়তো সামান্য ভুলের জন্য অন্য ড্রাইভের ডাটা মুছে যাবে।

এবার লাল দাগ দেওয়া জায়গায় Select Disk 1 লিখে Enter প্রেস করুন।

৫. নিচের মত আসবে। লাল দাগ দেওয়া জায়গায় Clean লিখে Enter প্রেস করুন।

 ৬. নিচের মত DiskPart succecded in cleaning the disk লেখা আসবে। তার মানে আমাদের মেমোরীকার্ড বা পেনড্রাইভটি ক্লিন হয়ে গেছে। এখন আমরা উইন্ডোটি কেটে দিয়ে This PC তে প্রবেশ করব।

৭. This PC তে প্রবে× করে দেখুন, এখানে মেমোরীকার্ড বা পেনড্রাইভ দেখাচ্ছে ঠিকই কিন্তু কোন সাইজ না দেখিয়ে নিচে FAT32 লেখা আছে। এখন উইন্ডোটি বন্ধ করে বেরিয়ে আসুন।

৮. ডেস্কটপ থেকে This PC লেখার উপর রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। নিচের মত আসবে। এবার বামপাশে লাল দাগ দেওয়া Disk Management এ ক্লিক করুন। ডানপাশে Removable Disk এর পাশে লাল দাগ দেওয়া জায়গায় 14.77 GB দেখাচ্চে এবং তার নিচে Unallocated দেখাচ্ছে।

৯. Unallocated লেখার উপর মাউসের রাইট করে New Simple Volume..  এ ক্লিক করুন। নিচের মত আসবে।  Next এ ক্লিক করুন।

১০. নিচের মত আসবে। আবার Next এ ক্লিক করুন।

১১. নিচের মত আসবে। আবার Next এ ক্লিক করুন।

 ১২. নিচের মত আসবে। আবারও Next এ ক্লিক করুন।

 

১৩. নিচের মত আসবে। এখন Finish এ ক্লিক করুন।

১৪. দেখুন আমাদের মেমোরীকার্ড বা পেনড্রাইভ এখন ১০০% ঠিক হয়ে গেছে।

১৫. This PC তে ডাবল ক্লিক করে দেখুন কম্পিউটারের ড্রাইভের সাথে আপনার মেমোরীকার্ড বা পেনড্রাইভও দেখা যাচ্ছে এবং তার সাইজও নিচে আছে।



Share This