কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব Camtasia
Studio 8.6 সফটওয়্যারটি। ভিডিও সুন্দর করে উপস্থাপন করার জন্য Camtasia
Studio এর কোন বিকল্প নেই। কিন্তু ভালো জিনিস টাকা ছাড়া পাওয়া যায়না। টাকা
খরচ না করে কিভাবে Camtasia ব্যবহার করবেন সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে।
Camtasia Studio কি?
এটি একটি Video Editing Software & Screen Recorder। আপনি ভিডিও এডিট
করার জন্য এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করা অনেক সহজ। তাই অনেকের
পছন্দ এই এডিটর। যারা একেবারে নতুন তারাও খুব সহজে এই ভিডিও এডিটরটি
ব্যবহার করতে পারবেন। এটির সাথে Screen Recorder ও রয়েছে। Screen
Recorder মানে হচ্ছে আপনার পিসির যে স্ক্রিন তা রেকর্ড করবে। আপনি পিসিতে
যা করবেন তা ভিডিও আকারে রেকর্ড হবে।
যাদের লগেবে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
লিঙ্ক 1: Google Drive । লিঙ্ক 2: Mega Drive
১. ডাউনলোড হয়ে গেলে প্রথমে Zip ফাইলটিকে Extract করুন। ফোল্ডারের ভিতরে 3টি ফাইল পাবেন, সেখান থেকে Camtasia
Studio 8.6 ফাইলটিতে ডাবল ক্লিক করে কোন সেটিং পরিবর্তন না করে ইনষ্টল প্রক্রিয়া শেষ করুন।
২. ইনষ্টল শেষ হলে Activation ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করে Run as administrator দিয়ে চালু করুন। নিচের মত চিত্র আসবে, Extract এ ক্লিক করুন।
৩. এখন edit host ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করে Run as administrator দিয়ে চালু করুন। নিচের মত চিত্র আসবে, কীবোর্ড থেকে যে কোন একটি কী প্রেস করে দিন। এখন এটা ফুল ভা্র্সন হয়ে গেছে।
বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিন।


