Welcome To Rongdhonu Gallery

লেজার প্রিন্টারে Landscape মোডে ডকুমেন্ট প্রিন্ট দিলে পুরো পেইজে প্রিন্ট না এসে Crop হয়ে আসে?

 

Laser Jet P1102

আমরা যারা লেজার প্রিন্টার ব্যবহার করি তারা অনেকেই হয়তো একটি বিষয় লক্ষ করেছেন যে, কোন কোন লেজার প্রিন্টারে Landscape মোডে কোন ডকুমেন্ট  প্রিন্ট দিলে পুরো পেইজে প্রিন্ট না এসে  Crop হয়ে ছোট হয়ে প্রিন্ট আসে? আমিও অনেক দিন যাবত এই সমস্যায় ভুগেছি। অনেক খুঁজাখুঁজির পর তার সমাধান পেয়েছি, তাই সবার মাঝে শেয়ার করলাম। যাতে আর কাউকে সমস্যায় ভুগতে না হয়।

 

 সমাধান: প্রথমে কীবোর্ডের Ctrl+P চেপে প্রিন্ট কমান্ড দিন। তাহলে নিচের মত চিত্র আসবে।

 

উপরের ছবিতে দেখানো  বামপাশের নিচের কোনায় লাল দাগ দেওয়া Options লেখাতে ক্লিক করুন তাহলে নিচের মত আরও একটি চিত্র আসবে।

 
এবার উপরের ছবিতে দেখানো Advanced মেনুতে ক্লিক করে লাল দাগ দেওয়া scale content for A4 or 8.5×11'' paper sizes লেখাতে ঠিকমার্ক দেওয়া থাকবে, ওটাতে ক্লিক করে ঠিকমার্ক উঠিয়ে দিয়ে OK চেপে বেরিয়ে আসুন। কাজ শেষ, এখন প্রিন্ট দিয়ে দেখুন আর কখনো এই সমস্যা হবেনা।

Share This