বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা যারা মোবাইল ফ্লাশ, আনলক ও সফটওয়্যারের কাজ করে থাকি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে। আজকের বিষয় হচ্ছে Oppo মোবাইলের USB ড্রাইভার নিয়ে।
আমরা যখন কোন Oppo মোবাইলের পিন, প্যাটার্ন লক কম্পিউটারের মাধ্যমে আনলক বা ফরম্যাট করতে যাই তখন যে সমস্যার মুখোমুখি হই সেটা হচ্ছে; সেই মোবাইলের USB ড্রাইভারটি সঠিকভাবে কম্পিউটারে ইনস্টল করতে না পারা। আজকে দেখাবো কিভাবে সঠিকভাবে তার সমাধান করা যায়।
প্রথমে নিচের লিঙ্ক থেকে USB ড্রাইভার ZIP ফাইলটি ডাউনলোড করে ফাইলটিকে Extract করে নিন।
ডাউনলোড লিঙ্ক: Google Drive / Mega Drive
* Device Manager এ প্রবেশ করে দেখুন আপনার USB ড্রাইভারটি ইনস্টল করা নেই।
১। প্রথমে Action মেনু থেকে Add legacy hardware এ ক্লিক করুন।
২। Next এ ক্লিক করুন।
৩। নিচের লাইন সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৪। Next এ ক্লিক করুন।
৫। Have Disk... এ ক্লিক করুন।
৬। Browse... এ ক্লিক করুন।
৭। Extract করা ফোল্ডার থেকে আপনার পিসির সিষ্টেম (32 bit / 64 bit) অনুযায়ী android_winusb ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
৮। নিচের ছবির মত আসবে, বামপাশ থেকে Media Tek Inc. সিলেক্ট করে ডানপাশের Media Tek USB VCOM (Android) লেখাটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৯। আবার Next এ ক্লিক করুন।
১০। এবার Finish এ ক্লিক করুন।
১১। ব্যাস, আপনার USB ড্রাইভারটি সফলভাবে ইনস্টল করা হয়ে গেছে।
আজ এই পর্যন্ত। কথা হবে পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।












